
নুরুল্লাহ সাঈদ, আটলান্টা, জর্জিয়া : ডোরাভিল সিটির ডিস্ট্রিক্ট–২ অ্যাট-লার্জ আসনে নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এমডি নাসের আনুষ্ঠানিকভাবে ডোরাভিল সিটি কাউন্সিলের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আটলান্টা তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য গর্বের প্রতীক।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় এমডি নাসের সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় তাঁর একার নয়। যারা তাঁর ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, নির্বাচনী প্রচারণায় পাশে থেকেছেন এবং দীর্ঘদিন ধরে তাঁকে সমর্থন জুগিয়েছেন—সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি সকল ভোটার ও সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং ডোরাভিলের সব নাগরিকের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।
এমডি নাসের ডোরাভিলের একজন দীর্ঘদিনের বাসিন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত অভিজ্ঞ একজন কর্মকর্তা। তিনি প্রায় ১৭ বছর ধরে কাউন্টি শেরিফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে জননিরাপত্তা, আইন প্রয়োগ এবং কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর পাশাপাশি তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ডোরাভিল সিটি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে নগর উন্নয়ন, কমিউনিটি পরিকল্পনা ও নাগরিক সেবায় সক্রিয় ভূমিকা রাখেন।
নতুন মেয়াদে এমডি নাসের নাগরিকবান্ধব, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের মাধ্যমে ডোরাভিল সিটির সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁর এই শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।