ক্রিপ্টো লেনদেন এখন বাধ্যতামূলকভাবে IRS-এ রিপোর্ট হবে — নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র সরকার!

আমেরিকা বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন কর নীতিমালা অনুযায়ী, যে কেউ ক্রিপ্টো বিক্রি বা এক্সচেঞ্জ করেছেন, বিশেষ করে Coinbase-এর মতো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে, সেই সব লেনদেন এখন স্বয়ংক্রিয়ভাবে IRS-এ রিপোর্ট হবে।

IRS সম্প্রতি ঘোষণা করেছে যে ডিজিটাল অ্যাসেট লেনদেনে স্বচ্ছতা আনতে তারা নতুন রিপোর্টিং সিস্টেম চালু করছে। ২০২৫ সাল থেকে যেসব ক্রিপ্টো বিক্রি বা এক্সচেঞ্জ হবে, সেসব তথ্য এক্সচেঞ্জগুলো বাধ্যতামূলকভাবে নতুন Form 1099-DA এর মাধ্যমে IRS-এ পাঠাবে।

এর মানে কী আপনার জন্য?

  • আপনি যদি ক্রিপ্টো বিক্রি, এক্সচেঞ্জ বা কনভার্ট করে থাকেন, তা এখন IRS জানতে পারবে সরাসরি এক্সচেঞ্জ থেকে।
  • আগেও ক্রিপ্টোতে লাভ-ক্ষতি রিপোর্ট করা ছিল বাধ্যতামূলক—এবার IRS নিজেই তথ্য পাবে।
  • ট্যাক্স না দিলে বা তথ্য গোপন করলে জরিমানা বা অডিটের ঝুঁকি বাড়বে।
  • সরকার ক্রিপ্টো লেনদেনকে মূলধন লাভের আওতায় এনে কঠোর নজরদারি শুরু করেছে। ফলে ক্রিপ্টো ব্যবহারকারীদের এখন থেকে আরও সতর্ক ও নিয়ম মেনে লেনদেন করা জরুরি।

আরও দেখুন

নির্ধারিত লক্ষ্যের দ্বিগুণ স্বাক্ষর সংগ্রহ: ব্যালটে জায়গা নিশ্চিত করলেন মেরি

নিউইয়র্ক | বিশেষ প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ১,৫০০ নিবন্ধিত ভোটারের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য সফলভাবে …